Logo
Logo
×

জাতীয়

কোর্টে হাজিরা দিতে গিয়েই গুলিতে নিহত মামুন, ছিলেন হত্যা মামলার আসামি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

কোর্টে হাজিরা দিতে গিয়েই গুলিতে নিহত মামুন, ছিলেন হত্যা মামলার আসামি

ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন তারিক সাইফ মামুন (৫৬)। সোমবার (১০ নভেম্বর) সকালে আদালতে হাজিরা দিতে এসে তিনি দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুইজন অস্ত্রধারী দুর্বৃত্ত মামুনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের শ্যালক জানান, মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন এবং গত বছর তিনি ওই মামলায় খালাস পান। এছাড়া তিনি ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

তার স্ত্রী রিপা আক্তার জানান, মামুন সকালে একটি মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পরই হামলার শিকার হন।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানিয়েছেন, নিহত মামুন একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হত্যার পেছনে সম্ভাব্য কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন