Logo
Logo
×

জাতীয়

পঞ্চগড়ের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন সাবেক দুদক পরিচালক সায়েমুজ্জামান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম

পঞ্চগড়ের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন সাবেক দুদক পরিচালক সায়েমুজ্জামান

ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত সাবেক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. সাবেত আলীকে বদলি করে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, চাঁদপুরসহ আরও কয়েকটি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বা পদায়ন করা হয়েছে। দুই দিনের এই রদবদলে মোট ২৯টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কাজী সায়েমুজ্জামান দুদকের পরিচালক থাকাকালে বাংলাদেশ ব্যাংকের ভল্টে অভিযান চালিয়ে আলোচনায় আসেন। তিনি প্রথমবারের মতো ব্যাংক কর্মকর্তাদের গোপন ভল্টের তথ্য প্রকাশ করেন। এরপর কেন্দ্রীয় ব্যাংক তার বিরুদ্ধে আপত্তি জানিয়ে দুদকে চিঠি দেয়। পরে তাকে সংশ্লিষ্ট অনুসন্ধান থেকে সরিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়। এবার তিনি জেলা প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব পেলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন