Logo
Logo
×

জাতীয়

দীর্ঘদিনের যানজটের অবসান হচ্ছে

টিটিপাড়ায় ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস চালু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

টিটিপাড়ায় ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস চালু

রাজধানীর টিটিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন হয়েছে। জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর সকাল থেকেই সেখানে শুরু হয়েছে যান চলাচল। এর মধ্য দিয়ে টিটিপাড়া রেলক্রসিং এলাকার দীর্ঘদিনের যানজট ও ভোগান্তির অবসান ঘটল।

শনিবার (৮ নভেম্বর) সকালে আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।

প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম জানান, এটি ঢাকা শহরের প্রথম রেলওয়ে আন্ডারপাস, যেখানে পথচারী, সাইকেল ও রিকশার জন্য আলাদা লেনের ব্যবস্থা রয়েছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত এই আন্ডারপাসটির দৈর্ঘ্য ৩৩৮ মিটার ও প্রস্থ ৩১ মিটার। চারটি লেন মোটরচালিত যানবাহনের জন্য (বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ) এবং দুটি লেন নন-মোটরচালিত যান—রিকশা, ভ্যান ও সাইকেলের জন্য। পাশাপাশি হাঁটার জন্য আলাদা ফুটপাথও রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ ছিল, মাত্র আধা কিলোমিটার পথ পাড়ি দিতে কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যেত। ট্রেন আসা-যাওয়ার সময় টিটিপাড়া রেলক্রসিংয়ে যানজটে পুরো এলাকা অচল হয়ে পড়ত। অনেকেই বাধ্য হয়ে খিলগাঁও বা গোলাপবাগ হয়ে ঘুরপথে যাতায়াত করতেন।

নতুন আন্ডারপাস চালুর ফলে মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার যোগাযোগ এখন হবে আরও সহজ ও দ্রুত। ট্রেনের সিগনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার ভোগান্তিও শেষ হলো নগরবাসীর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন