Logo
Logo
×

জাতীয়

সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম

সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই

সাবেক অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) আর নেই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসপাতাল সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এবং গত ১৩ দিন ধরে বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আবুল হাসান মাহমুদ আলী। তিনি শেখ হাসিনার মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেন।

তবে চলতি বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনের সঙ্গে তিনিও মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ হারান।

রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, দক্ষ প্রশাসক ও কূটনীতিক হিসেবে পরিচিত। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন