Logo
Logo
×

জাতীয়

গণভোট ও জুলাই সনদ নিয়ে জরুরি সিদ্ধান্তের আহ্বান উপদেষ্টা পরিষদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

গণভোট ও জুলাই সনদ নিয়ে জরুরি সিদ্ধান্তের আহ্বান উপদেষ্টা পরিষদের

ছবি : সংগৃহীত

গণভোটের সময়, বিষয়বস্তু এবং জুলাই সনদে উল্লিখিত ভিন্নমতের বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সরকারের উপদেষ্টা পরিষদ। সোমবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।

তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। তবে কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ ও গণভোট আয়োজন নিয়ে এখনো কিছু বিষয়ে মতভেদ রয়েছে, যা দ্রুত সমাধান প্রয়োজন।”

সভায় জানানো হয়, গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। এ অবস্থায় উপদেষ্টা পরিষদ মনে করে, ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

আইন উপদেষ্টা আরও বলেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।”

তিনি সতর্ক করে বলেন, “বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের কোনো সুযোগ নেই, বিষয়টি আমাদের সবার বিবেচনায় রাখা জরুরি।”

এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন