Logo
Logo
×

জাতীয়

আজ থেকে জাটকা ইলিশ ধরায় আট মাসের নিষেধাজ্ঞা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম

আজ থেকে জাটকা ইলিশ ধরায় আট মাসের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আট মাস মেয়াদি জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বেচাকেনা ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এর আগে গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালনা করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সারাদেশে কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন