ডিসেম্বরের শুরুতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের আগেই অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান। গণভোট সংসদ নির্বাচনের আগে হবে নাকি পরে—এ বিষয়ে এখনো নির্বাচন কমিশনের কাছে কোনো সিদ্ধান্ত পৌঁছায়নি বলেও মন্তব্য করেন তিনি।
ইসি আনোয়ারুল জানান, প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন কার্যক্রম আগামী নভেম্বর থেকে শুরু হবে। এছাড়া কয়েদি আসামিদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে এ বিষয়ে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন পরিকল্পনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং মিডিয়ার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনী প্রতীক সংক্রান্ত প্রশ্নে তিনি জানান, নির্বাচন পরিকল্পনা বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা সময় অনুযায়ী পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করা হয়, যা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, কমিশন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান খান এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।



