পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,২৫৬ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,২৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে ৮০৪ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৫২ জন অন্যান্য অপরাধে জড়িত বলে জানানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী দুটি চাইনিজ কুড়াল, একটি হাঁসুয়া, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, একটি কার্তুজ, গুলির একটি খণ্ডিত অংশ এবং একটি দেশে তৈরি একনলা বন্দুক জব্দ করেছে।
পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



