Logo
Logo
×

জাতীয়

লঘুচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পিএম

লঘুচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বর্তমানে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন ভারতের উত্তর ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই পূর্বাভাস দিয়েছেন।

তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:

সিলেট বিভাগ: সুনামগঞ্জ ও সিলেটের সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বিকেলের মধ্যে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনায় বৃষ্টি শুরু হয়েছে, অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে বৃষ্টির সম্ভাবনা বেশি। সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে।

রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জে বৃষ্টির সম্ভাবনা বেশি।

ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ ছাড়া দুপুর ৩টার আগে অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা কম।

খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর এবং উপকূলীয় জেলাগুলোর কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা।

বরিশাল বিভাগ: সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী ও ফেনীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, দিনভর দেশের বিভিন্ন অঞ্চলে ছেঁউ ছেঁউ বৃষ্টি হতে পারে, যা কৃষি ও জনজীবনে প্রভাব ফেলতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন