Logo
Logo
×

জাতীয়

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ

ছবি : সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।”

আহতদের বিষয়ে তিনি জানান, “পরে হাসপাতালে গিয়ে তাদের স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দুর্ঘটনার তদন্তে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

উল্লেখ্য, রোববার দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মাথায় আঘাত হানে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

প্রসঙ্গত, বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ রাবার উপাদান, যা উড়ালপথের কাঠামোর চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে। প্রতিটি প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি এবং মেট্রোরেল প্রকল্পে এ উপাদান ব্যবহার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন