Logo
Logo
×

জাতীয়

দেশগঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে: সেনাপ্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পিএম

দেশগঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে: সেনাপ্রধান

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ইসিএসএমই-তে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, “কোর অব ইঞ্জিনিয়ার্স সেনাবাহিনীর একটি স্বনামধন্য কোর। এর সদস্যরা দেশ ও বিদেশে সেতু, রাস্তাঘাটসহ নানা অবকাঠামো নির্মাণে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।” তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সেনানী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলেন, “তাদের অবদান আমাদের গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে কোর অব ইঞ্জিনিয়ার্স উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে সেনাপ্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে তিনি সম্মেলনে উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; মহাপরিচালক, বিআইআইএসএস; চিফ কনসালটেন্ট জেনারেল; অ্যাডজুটান্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; ইঞ্জিনিয়ার ব্রিগেড ও ইউনিটসমূহের অধিনায়কবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন