Logo
Logo
×

জাতীয়

ইসরাইলের পশ্চিম তীর দখলের পদক্ষেপের কঠোর নিন্দা বাংলাদেশের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম

ইসরাইলের পশ্চিম তীর দখলের পদক্ষেপের কঠোর নিন্দা বাংলাদেশের

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’ সম্প্রতি যে খসড়া আইন অনুমোদন দিয়েছে, তাকে ‘তথাকথিত সার্বভৌমত্ব আরোপ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।”

বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ২২ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া পরামর্শমূলক মতামতকে স্বাগত জানায়, যেখানে আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় ইসরাইলের দায়িত্ব ও বাধ্যবাধকতা তুলে ধরা হয়েছে। বিশেষ করে সাধারণ জনগণকে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার নিষিদ্ধ বলেও মতামতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন