Logo
Logo
×

জাতীয়

নির্বাচনে অপশক্তি মোকাবিলায় সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী : ডিএমপি কমিশনার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:২০ পিএম

নির্বাচনে অপশক্তি মোকাবিলায় সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী : ডিএমপি কমিশনার

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপশক্তি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আয়োজিত ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) সমাপনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ঢাকা মহানগরের ট্রাফিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয় প্রয়োজন। সাধারণ জনগণ সড়ক আইন মেনে চললে এবং সচেতন থাকলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

ডিএমপি কমিশনার আরও বলেন,যানজটসহ নগরের বিভিন্ন সমস্যার সমাধানে ডিএমপি ইতোমধ্যেই পদক্ষেপ নিচ্ছে। ভবিষ্যতের নগর পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ মি. তোমোহিদে ইচিগুচি বলেন, ‘ডিআরএসপি একটি প্রকল্প নয়, এটি একটি প্রতিশ্রুতি। ২০২১ সালে যাত্রা শুরু হওয়া এই প্রজেক্টের মাধ্যমে ঢাকা মহানগরী আরও নিরাপদ হবে। জাইকা ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে।’

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. মো. জিললুর রহমান বলেন, ‘ডিআরএসপি সফলভাবে সমাপ্তির পথে। প্রকল্প থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

জাইকা সূত্রে জানা যায়, গত তিন বছরে প্রকল্পের আওতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬,৪০০ শিক্ষার্থীকে ট্রাফিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সেমিনারে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন এজেন্সি, অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বিআরটিএ ও বিআরটিসির প্রতিনিধি, জাইকা কর্মকর্তাগণ এবং ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন