জোবায়েদ হত্যায় উপস্থিত ছিলেন বর্ষা, প্রাণভিক্ষা চেয়েও হয়নি শেষ রক্ষা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম
ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে সরাসরি উপস্থিত ছিলেন বার্জিস শাবনাম বর্ষা। ঘটনার সময় জোবায়েদ বর্ষার কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে রক্ষা করা হয়নি— এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম।
মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বর্ষা মাহীরকে জানিয়েছিলেন, “জোবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারব না।” এরপর বর্ষার পরিকল্পনা অনুযায়ী মাহীর, আয়লানসহ তিনজন জোবায়েদকে হত্যার সিদ্ধান্ত নেয়।
ঘটনার দিন মাহীর জোবায়েদকে বর্ষার কাছ থেকে সরে যেতে বলেন। জোবায়েদ এর প্রতিবাদ করলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়, যা পরে হত্যাকাণ্ডে রূপ নেয়।
লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী জানান, জোবায়েদ তখনও জীবিত ছিলেন এবং দোতলা থেকে তিনতলায় উঠে বর্ষার সামনে গিয়ে প্রাণভিক্ষা করেন। জোবায়েদ বলেন, “আমাকে বাঁচাও।” কিন্তু বর্ষা জবাবে বলেন, “তুমি না মরলে আমি মাহীরের হবো না।” এরপর বর্ষা নিশ্চিত করেন যে জোবায়েদ মারা গেছে।
এই হৃদয়বিদারক ঘটনার বিস্তারিত প্রকাশের পর সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



