Logo
Logo
×

জাতীয়

বিমানবন্দরে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে: বেবিচক চেয়ারম্যান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পিএম

বিমানবন্দরে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে: বেবিচক চেয়ারম্যান

ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা এখনও নিশ্চিত নই, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকেই হয়েছে। বিষয়টি নিয়ে একাধিক সংস্থা কাজ করছে, তদন্ত শেষে সুনির্দিষ্ট কারণ জানা যাবে।”

অগ্নিকাণ্ডের সময় ১৫টি ফ্লাইট বিভিন্ন রুটে পাঠানো হয় এবং বিমান চলাচল বন্ধ থাকায় যেসব যাত্রী আটকা পড়েছিলেন, তাদের পরদিন বিকেল ৪টার মধ্যে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে দেরি হওয়ার বিষয়ে তিনি বলেন, “কার্গো ভিলেজের সামনের অ্যাপ্রোনে মালামাল স্তূপ করে রাখায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে শুরুতে সমস্যায় পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকায় তাদেরই মালামাল রাখা হয়েছিল।”

বিমানবন্দরের মান কমে যাবে কি না—এমন প্রশ্নে বেবিচক চেয়ারম্যান বলেন, “এই অগ্নিকাণ্ডের ঘটনায় আইকা বা আন্তর্জাতিক মানদণ্ডে কোনো প্রভাব পড়বে না। বরং দুর্ঘটনার প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে বিমানবন্দরের ইমেজ আরও উন্নত হতে পারে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, তদন্ত শেষে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন