Logo
Logo
×

জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম

সেনাপ্রধানের সঙ্গে কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামিয়াহ এশা জোহার হায়াত

আজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামিয়াহ এশা জোহার হায়াতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত এইচ-ই সামিয়াহ এশা জোহার হায়াতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আজ রবিবার সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রবিবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত সামিয়াহ এশা জোহার হায়াতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা, বিশেষ করে যৌথ সামরিক প্রশিক্ষণ, এক্সারসাইজ ও সেমিনার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া কুয়েতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে তারা মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলি তুনয়ান আবদুল ওয়াহাব হামাদাহ।

অন্যদিকে আজ সকাল ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কুয়েতের সঙ্গে সচিব পর্যায়ের আলোচনার প্ল্যাটফরম ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্বপশ্চিম) মো. নজরুল ইসলামকুয়েতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত

সং‌শ্লিষ্টরা বল‌ছেন, বৈঠকে পররাষ্ট্রসচিবরা রাজনৈতিক পরিসরে সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন