Logo
Logo
×

জাতীয়

তিন দিনের নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ: বাণিজ্য উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:২৮ পিএম

তিন দিনের নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ: বাণিজ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগামী তিন দিনের সব নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ করার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১৯ অক্টোবর) সকালে বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের আমদানি-রপ্তানি কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত হয়। ১৩টি স্টেশনের ৩৭টি ফায়ার ইউনিট, বিমানবাহিনীর অগ্নিনির্বাপক ইউনিট, বেবিচকের কর্মী এবং সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ফলে প্রায় ২১টি ফ্লাইট বাতিল ও ডাইভার্ট করতে হয়, যাত্রীদের ভোগান্তি হয়। উপদেষ্টা জানান, যাত্রীদের কষ্ট লাঘবে আগামী তিন দিনের নন-শিডিউল ফ্লাইটের সব খরচ মওকুফ করা হবে এবং যাত্রীদের খাবার ও সেবার দায়িত্বও সরকার গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ড্যামেজ অ্যাসেসমেন্ট চলছে এবং খাতভিত্তিক বিশ্লেষণও করা হচ্ছে। বিকেল সাড়ে ৩টায় এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগুনের ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। নির্ধারিত উড্ডয়ন ফ্লাইট স্থগিত রেখে অবতরণ ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে পাঠানো হয়। রাত ৯টার দিকে বিমানবন্দর পুনরায় চালু করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন