Logo
Logo
×

জাতীয়

বিমান বাহিনী প্রধানের দক্ষিণ কোরিয়া ও গণচীন গমন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম

বিমান বাহিনী প্রধানের দক্ষিণ কোরিয়া ও গণচীন গমন

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সরকারি সফরে ১৮ অক্টোবর ২০২৫, শনিবার দক্ষিণ কোরিয়া এবং গণচীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য Seoul International Aerospace & Defense Exhibition (ADEX) 2025 অংশগ্রহণের জন্য ১৯-২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফর করবেন। এছাড়া, সম্মানিত বিমান বাহিনী প্রধান Chairman, China National Aero-Technology Import & Export Corporation (CATIC) এর আমন্ত্রণে ২৩-২৫ অক্টোবর ২০২৫ তারিখ গণচীন সফর করবেন।

চীন সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোস এর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ এর সাথে কোরিয়া ও চীনে মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফর শেষে ২৫ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন