জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা। এর আগে বিকেল সাড়ে ৪টায় তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা এবং বিএনপি, জামায়াতে ইসলাম, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, নুরুল হক নুরসহ অনেকে সনদে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে গঠিত হয় ৬টি কমিশন। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। সব মতামত পর্যালোচনা করে সনদের চূড়ান্ত কপি গত মঙ্গলবার রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়।
এদিকে, স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় সংসদ ভবন এলাকায়। ‘জুলাই অভ্যুত্থানে’ আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বীরের মর্যাদা দাবিতে আন্দোলনকারীরা অবস্থান নেন। সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, তাদের দাবির প্রতিফলন ঘটিয়ে অঙ্গীকারনামার ৫ নম্বর দফায় সংশোধন আনা হয়েছে। তবে আন্দোলনকারীরা অবস্থান চালিয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়, resulting in ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা।



