Logo
Logo
×

জাতীয়

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করা হয়েছে : আলী রীয়াজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করা হয়েছে : আলী রীয়াজ

ছবি : সংগৃহীত

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫ নম্বর দফায় আন্দোলনরত জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ তথ্য জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। সংশোধিত অঙ্গীকারনামা পাঠ করে শোনানোর সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সংশোধিত ৫ নম্বর দফায় বলা হয়েছে, গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের রাষ্ট্রীয় বীর হিসেবে স্বীকৃতি, মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন, আইনগত দায়মুক্তি ও মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে।

অধ্যাপক আলী রীয়াজ জানান, এই অঙ্গীকার বাস্তবায়নে সরকারকে সুস্পষ্টভাবে উপস্থাপন করবে কমিশন। তিনি আরও বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের কোনো মতপার্থক্য নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন