Logo
Logo
×

জাতীয়

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সবাইকে বিস্মিত করেছে: শিক্ষা উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:০৯ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সবাইকে বিস্মিত করেছে: শিক্ষা উপদেষ্টা

ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, এতদিন ফলাফল ভালো দেখিয়ে শিক্ষার প্রকৃত সংকটকে আড়াল করা হয়েছে। এবারের ফলাফলের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না।

তিনি বলেন, “এই ফলাফল আমাদের জন্য আত্মসমালোচনার সুযোগ। কেন ফল খারাপ হয়েছে, তা বিশ্লেষণ করে বের করতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত মঙ্গল বিবেচনায় এবার তাদের প্রাপ্য নম্বরই দেওয়া হয়েছে।”

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি জানান, সরকার বাড়িভাড়া ভাতা শতাংশভিত্তিক বৃদ্ধির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। পাশাপাশি সাত কলেজের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে আইনের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “এবারের ফলাফল শিক্ষার বাস্তব চিত্র তুলে ধরেছে। শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে, যা অভিভাবকদেরও ভাবতে হবে।”

তিনি আরও জানান, ইংরেজি ও আইসিটি বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে। ইংরেজিতে পাসের হার ৭৭ শতাংশ থেকে কমে ৫৮ শতাংশে নেমে এসেছে, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন