Logo
Logo
×

জাতীয়

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৫১ এএম

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগামী তিনদিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে মূলত দুপুরের পর থেকে রাত ৯টার মধ্যে বৃষ্টি হওয়ার প্রবণতা বেশি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানায়, এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়; বরং স্বল্প সময়ের জন্য তীব্র বজ্রসহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টিপাতের সক্রিয়তা সবচেয়ে বেশি থাকবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ও আশপাশের এলাকায়, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে।

এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাঝারি মাত্রার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, এই বৃষ্টিগুলো হবে বিক্ষিপ্ত ও আকস্মিক প্রকৃতির— অর্থাৎ, স্বল্প এলাকাজুড়ে তীব্র বৃষ্টিপাত হতে পারে, তবে স্থায়িত্ব কম থাকবে। ফলে কোনো জেলার সব জায়গায় বৃষ্টি নাও হতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, মেঘ দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। দিনের বেলায় মেঘের ফাঁকে ফাঁকে রোদ থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন