Logo
Logo
×

জাতীয়

ইসরায়েলে আটক হওয়ার পর দেশে ফিরলেন লোকচিত্রী শহিদুল আলম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম

ইসরায়েলে আটক হওয়ার পর দেশে ফিরলেন লোকচিত্রী শহিদুল আলম

ইসরায়েলে আটক হওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার কিছুক্ষণ পর বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন শহিদুল আলম। এ সময় তিনি গ্লোবাল সামুদ ফ্লোটিলার সঙ্গে তার যাত্রা ও আটক হওয়ার অভিজ্ঞতার কথা জানান।

তিনি বলেন, গাজার মানুষ এখনো আক্রান্ত, এখনো তাদের ওপর নির্যাতন চলছে। যতক্ষণ পর্যন্ত তা বন্ধ না হয়, আমাদের কাজ শেষ হয়নি।

দেশে ফেরার পর তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে বাংলাদেশের যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছেন, দোয়া করেছেন, ভালোবাসা পাঠিয়েছেন—তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।

বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে বরণ করতে আসেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। পরবর্তীতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি এবং শনিবার ভোরে নিরাপদে দেশে ফেরেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন