Logo
Logo
×

জাতীয়

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

ছবি : সংগৃহীত

তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সোমবার (৬ অক্টোবর) সফর দেশে প্রত্যাবর্তন করেন বিমান বাহিনী প্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force এর আমন্ত্রণে ১-৫ অক্টোবর তুরস্ক সফর করেন।

সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। এ ছাড়াও বিমান বাহিনী প্রধান Turkish Aerospace Industries সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

এর আগে গত ১ অক্টোবর (বুধবার) সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিমান বাহিনী প্রধান।

বিদেশ তুরস্ক বিমান বাহিনী প্রধান

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন