প্রবাসীরা বিশ্বের যে কোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন: সিইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো ভোট প্রদানের সুযোগ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আধুনিক প্রযুক্তির সহায়তায় বিশ্বের যেখানেই থাকুন না কেন, এবার প্রবাসীরা ভোট দিতে পারবেন—মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, “এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক। ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ খুব শিগগির চালু করা হবে, যার মাধ্যমে প্রবাসীরা রেজিস্ট্রেশন করে ভোট দিতে পারবেন।”
রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে এনআইডি কার্ড, পাসপোর্ট তথ্য, প্রবাসের ঠিকানা এবং অ্যাপের মাধ্যমে ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার ও ফেরত পাঠানোর খাম পাঠিয়ে দেওয়া হবে। ভোট দেওয়ার পর খামটি পোস্ট অফিসে জমা দিলেই তা যথাযথভাবে নির্বাচন কমিশনের কাছে পৌঁছাবে।
সিইসি আরও জানান, ভোট সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা অ্যাপে থাকা ভিডিও, ইসির ওয়েবসাইট, দূতাবাস এবং সরকারি গণমাধ্যমে পাওয়া যাবে। তিনি বলেন, “এই উদ্যোগ প্রবাসী ভোটের ক্ষেত্রে একটি প্রথম পদক্ষেপ। আমরা চাই সকলে এতে অংশগ্রহণ করে অংশগ্রহণমূলক নির্বাচনে ভূমিকা রাখুক।”
তিনি প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান এবং বলেন, “বিশ্বের যেখানেই থাকুন না কেন, আপনার কণ্ঠস্বর যেন নির্বাচনে শোনা যায়—এটাই আমাদের লক্ষ্য।”



