Logo
Logo
×

জাতীয়

ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হচ্ছে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হচ্ছে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন

ঢাকা শহরে প্রথমবারের মতো একটি সরকারি গ্রিন বিল্ডিং নির্মিত হতে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের নতুন অফিস ভবনই হবে সেই মাইলফলক। আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ভবনটিকে প্রতিষ্ঠা করা হবে এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স হিসেবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে রেইনওয়াটার হার্ভেস্টিং, সোলার পাওয়ার, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)সহ বিভিন্ন সবুজ প্রযুক্তি ব্যবহার করা হবে। গ্রিন বিল্ডিং নির্মাণে পোশাক শিল্প খাতের অভিজ্ঞতা থেকেও পরামর্শ নেওয়া হবে। 

এ সময় তিনি জানান, ঢাকার বাইরে বিশেষ করে গাজীপুরসহ বিভিন্ন শিল্পঘন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবন স্থাপন করা হবে। এতে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদারে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থাও রাখা হবে।

উপদেষ্টা উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো ও সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি কার্যক্রমে বিলম্ব বা শৈথিল্য জনগণের প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করে। তাই প্রত্যেকে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন প্রকল্প পরিচালক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন