Logo
Logo
×

জাতীয়

নিউইয়র্কে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এএম

নিউইয়র্কে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম এবং নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী মেলোনি ডিসেম্বরে ঢাকায় সফরের পরিকল্পনার কথাও জানান।

এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে’ প্রধান উপদেষ্টা ইউনূস বিশ্ব নেতাদের উদ্দেশে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে কার্যকর অর্থায়নের আহ্বান জানান। তিনি বলেন, “চলুন এমন একটি অর্থনীতি গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।”

তিনি পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন, যা এসডিজি অর্থায়নকে শক্তিশালী করতে পারে:

ন্যায্যভাবে দেশীয় সম্পদ উত্তোলন: প্রগতিশীল ও স্বচ্ছ কর ব্যবস্থা এবং বহুজাতিক করপোরেশনগুলোর ন্যায্য অংশ নিশ্চিত করতে হবে।

নবীন অর্থায়ন ও সামাজিক ব্যবসা: এমন উদ্যোগকে উৎসাহিত করতে হবে, যারা লাভ পুনরায় সমস্যার সমাধানে বিনিয়োগ করে।

আন্তর্জাতিক আর্থিক কাঠামো ও ঋণ শাসন সংস্কার: ঋণকে কঠোরতা নয়, বরং উন্নয়নের হাতিয়ারে রূপান্তর করতে হবে।

স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ: জনগণকে সম্পদের ব্যবহার সম্পর্কে জানাতে হবে এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

দুর্বল জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বৃদ্ধি: বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু-বান্ধব কৃষিতে বিনিয়োগ ত্বরান্বিত করতে হবে।

অধ্যাপক ইউনূস বলেন, “দারিদ্র্য কারও স্বপ্নের পথে বাধা হতে পারে না। আমাদের ওপর নির্ভরশীল মানুষের কণ্ঠস্বর শোনার জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি আরও বলেন, চতুর্থ আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলনে নেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন জরুরি। বছরে চার ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ চ্যালেঞ্জিং হলেও তা অপরিহার্য।

এই বৈঠক ও বক্তব্যের মাধ্যমে অধ্যাপক ইউনূস বৈশ্বিক অর্থনৈতিক ন্যায্যতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন