Logo
Logo
×

জাতীয়

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়র হিডালগোর বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়র হিডালগোর বৈঠক

ছবি : সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্যারিসের মেয়র অ্যান হিডালগো। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার অবস্থানরত হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

ড. ইউনূস জানান, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “এই নির্বাচন হবে গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর, যা দেশকে নতুন যুগে প্রবেশ করাবে।”

অলিম্পিক প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসার অন্যতম বৃহৎ ইভেন্টে রূপান্তরের জন্য তিনি কাজ করেছেন। ভবিষ্যতের অলিম্পিক, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, কার্বন নিরপেক্ষ হওয়া উচিত বলেও তিনি মত দেন।

মেয়র হিডালগো অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “আপনি অসাধারণ কাজ করেছেন, আপনার নেতৃত্বকে আমি শ্রদ্ধা করি।”

দুজনই দক্ষিণ-পূর্ব বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। মেয়র হিডালগো বিশ্বজুড়ে শরণার্থী শিবিরে উন্নত জীবনযাত্রার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, রোহিঙ্গারা একদিন নিরাপদে ও মর্যাদার সঙ্গে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবে।

ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার লক্ষ্য বিশ্বব্যাপী মনোযোগ পুনরুজ্জীবিত করা।

বৈঠকে প্রধান উপদেষ্টা মেয়র হিডালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন