Logo
Logo
×

জাতীয়

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত: প্রেস সচিব

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি আমাদের কনস্যুলেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”

তিনি জানান, একই দিনে জাতিসংঘে সোশ্যাল বিজনেস বিষয়ক আইএমএফের একটি বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বক্তব্য রাখেন এবং পরে আরও একটি ইভেন্টে অংশ নেন। এদিন তাকে এসডিজি অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যা তিনি ছাড়াও আরও দুজন পেয়েছেন।

প্রেস সচিব আরও বলেন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, সার্ক পুনরুজ্জীবন, আসিয়ানে সদস্যপদ, নেপাল-ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এবং এসব বিষয়ে সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন।

এর আগে, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও পাশে ছিলেন। তিনি নিজের ফেসবুক পেজে ঘটনার বিবরণ দিয়ে লিখেছেন, “আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি তার ব্যক্তিগত নয়, রাজনৈতিক পরিচয়ের ওপর আক্রমণ।”

তাসনিম জারা আরও লেখেন, “এই হামলা প্রমাণ করে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত, এই আক্রমণ আখতার হোসেনকে দুর্বল করবে না, বরং তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে নিউইয়র্কে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা অন্তর্বর্তী সরকারের সফরকে ঘিরে নিরাপত্তা ও কূটনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন