Logo
Logo
×

জাতীয়

যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ এএম

যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে।

আখতার হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকেরা তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং বিক্ষোভে অংশ নেন।

বিমানবন্দরের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, পরপর দুটি ডিম ছোড়া হয়, যা আখতার হোসেনের পিঠে লাগে। তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে গাড়ির দিকে এগিয়ে যান। পরে আওয়ামী লীগ সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। নিউইয়র্ক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে।

এর আগে দুপুর ১টা থেকেই বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকেরা বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে জড়ো হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীরা বর্তমানে ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পূর্বনির্ধারিত অনুমতি নিয়ে সন্ধ্যায় বিক্ষোভ করে। রাস্তার দুই পাশে এনসিপি ও আওয়ামী লীগ সমর্থকেরা মুখোমুখি অবস্থানে থেকে স্লোগান দেন, যার ফলে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন