রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম
ছবি : সংগৃহীত
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা জোরদার এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব এখন এক গভীর সংকটের মুখোমুখি—জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৈষম্য এবং শান্তির অভাব মানবতাকে কঠিন পরীক্ষায় ফেলেছে। এই বাস্তবতায় আমাদের এমন একটি অর্থনৈতিক কাঠামোর দিকে এগোতে হবে, যা মানুষের কল্যাণ, সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেবে।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, যার অংশ হিসেবে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মতো মানবিক দায়িত্ব পালন করছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের বাজেট বা আন্তর্জাতিক সহায়তা কমানো দেশের জন্য মারাত্মক প্রতিকূলতা তৈরি করবে। বরং রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা আরও বাড়ানো জরুরি।
এর আগে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছান অধ্যাপক ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা এবং বিএনপি, জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ।
এই বক্তব্যে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটকে শুধু বাংলাদেশের নয়, বরং বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন এবং এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।



