Logo
Logo
×

জাতীয়

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ ৬ দল পাচ্ছে নিবন্ধন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ ৬ দল পাচ্ছে নিবন্ধন

ছবি : সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাচ্ছে নতুন ৬ রাজনৈতিক দল। এর মধ্যে আছে গণ-অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে সম্ভাব্য এ তালিকা জানা গেছে।

তবে নিবন্ধন পেতে যাওয়া রাজনৈতিক দলগুলোর নাম এখনই প্রকাশ করছে না ইসি। কমিশনের বৈঠকে চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তবে ইসি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথিতে তোলা হয়েছে।

২২টি দলের মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে গতকাল রবিবার সংশ্লিষ্ট শাখা এতে স্বাক্ষর করেছে।

আজ সোমবার কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে বলে জানা গেছে। সেখানে এই প্রস্তাবে সংযোজন-বিয়োজন হতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন