বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা, সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, একইসঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এক পূর্বাভাসে জানান, আগামীকাল সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায়, এবং ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
সোমবার (২২ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায়, ঢাকায় কিছু কিছু জায়গায়, এবং অন্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর): চট্টগ্রাম ও সিলেটে কিছু জায়গায়, এবং বাকি বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (২৪ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কিছু জায়গায়, এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহে দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কিছু জায়গায়, এবং অন্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি। জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, বিশেষ করে বন্যাপ্রবণ ও নিচু এলাকায়।



