Logo
Logo
×

জাতীয়

৫৬৮ কোটি টাকা আত্মসাত

সালমান এফ রহমানসহ ২৭ আইজিডব্লিউ অপারেটরের বিরুদ্ধে বিটিআরসির মামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

সালমান এফ রহমানসহ ২৭ আইজিডব্লিউ অপারেটরের বিরুদ্ধে বিটিআরসির মামলা

ছবি : সংগৃহীত

অর্থ আত্মসাতের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ২৭টি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

তিনি জানান, ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭৩, ৭৪ ও ৭৬ ধারা এবং দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম গঠনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ও চুক্তির শর্ত ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতে জড়িত ছিল।

এই মামলাটি টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিটিআরসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা উচ্চপর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নজির স্থাপন করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন