Logo
Logo
×

জাতীয়

গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী চাকরি থেকে বরখাস্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী চাকরি থেকে বরখাস্ত

ছবি-সংগৃহীত

চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়াবিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিককে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপবিভাগে কর্মরত লিটন মল্লিক ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করেন। এ ছাড়া চেক ডিজঅনার মামলায় খুলনার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত ২০২৫ সালের ৪ মার্চ তাকে কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি সরকারি চাকরি আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত ছিলেন।

পরে তার বিরুদ্ধে রুজুকরা বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বিধি অনুযায়ী ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ দণ্ড কার্যকর করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন