Logo
Logo
×

জাতীয়

মানবাধিকার উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল ইইউ প্রতিনিধি দল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

মানবাধিকার উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল ইইউ প্রতিনিধি দল

ছবি : সংগৃহীত

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অগ্রগতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদের মানবাধিকার উপকমিটির প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে তারা এই সন্তুষ্টি প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা প্রতিনিধিদলকে অন্তর্বর্তী সরকারের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় নেওয়া পদক্ষেপ এবং মানবাধিকার লঙ্ঘন রোধে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন।

তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, বিশেষ করে জোরপূর্বক গুম ও নির্যাতনবিরোধী আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের সাম্প্রতিক যুক্ত হওয়া উল্লেখ করেন।

উপদেষ্টা আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের ভিত্তিপ্রস্তর স্থাপনে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা চলছে। তিনি বাংলাদেশে ইইউ-এর প্রাক-নির্বাচন অনুসন্ধান মিশনের আসন্ন সফরকে স্বাগত জানান এবং নির্বাচন কমিশনের প্রতি ইইউর সমর্থনের কথা স্বীকার করেন।

ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, সরকারের সংলাপের প্রতি উন্মুক্ততা এবং জনগণের ভোটদানের আকাঙ্ক্ষার প্রশংসা করে। প্রতিনিধিদলের প্রধান বলেন, “বিশ্বজুড়ে গণতন্ত্র পিছিয়ে পড়লেও বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলা করে সঠিক পথে এগোচ্ছে।”

তিনি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের টেকসই প্রচেষ্টার প্রশংসা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকটের বিষয়ে ইইউর নেতৃত্বের গুরুত্বের প্রশংসা করেন এবং মানবিক সহায়তার ঘাটতি পূরণ ও দ্রুত প্রত্যাবাসন সহজতর করতে ইইউর সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

এই বৈঠক বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন