Logo
Logo
×

জাতীয়

সবার যাতে মঙ্গল হয় সে কাজটি করছি : অর্থ উপদেষ্টা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

সবার যাতে মঙ্গল হয় সে কাজটি করছি  : অর্থ উপদেষ্টা

ছবি-সংগৃহীত

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সেবা খাতে বেশি দুর্নীতি বিদ্যমান। উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি। যাতে কাজটি সময়মতো হয়, এ জন্য এই বাড়তি টাকা দিতে হয়েছে।’

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট (টিআইএমএস) সফটওয়্যার সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মানুষ এগুলো থেকে নিস্তার চায় জানিয়ে কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা বলেন, ‘দয়া করে আপনারা মানুষকে সেবা দিনমানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতে কৃপণতা করবে না।’

এ সরকার মানুষের জন্য কিছু করে যেতে চাচ্ছে। তাই সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কাজ করলেও অনেকে বাইরে থেকে কিছুই দেখতে পাচ্ছেন না, তারা হতাশ। হতাশ হবেন না। মানুষের জন্য আমরা যা করে যাচ্ছি, এটা ইতিবাচকভাবে দেখুন। পরবর্তী সরকারের জন্য এটা কাজে লাগবে।’

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এনবিআর আয়কর রিটার্ন অটোমেশন করেছে, আয়কর আইনজীবীদের এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এর মাধ্যমে রাজস্ব আদায় গতিশীল হবে। অনলাইনভিত্তিক কাজ হলে এটা ব্যক্তি বা সরকারি পর্যায়ে হোক না কেন, সবার জন্য মঙ্গল। আমরা সেই কাজটি করছি।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন