সাগরে লঘুচাপ, পাঁচ দিন দেশে ভারি বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
ফাইল ফটো
দেশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিমাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনার কিছু এলাকায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
রবিবার (১৪ সেপ্টেম্বর): একই ধারা অব্যাহত থাকবে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে ভারি বর্ষণের সম্ভাবনা।
সোমবার (১৫ সেপ্টেম্বর): দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর): অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা থাকবে, তবে দিনের বেলায় বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর): দেশের প্রায় সব বিভাগে আবারও ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস রয়েছে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে মাঝে মধ্যে সামান্য হ্রাস পেতে পারে।



