Logo
Logo
×

জাতীয়

স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেফতার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেফতার

মোতাজ্জরুল ইসলাম মিঠু

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির মূল হোতা হিসেবে পরিচিত ঠিকাদার মোতাজ্জরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাহিদাপত্রের ভিত্তিতে তাকে আটক করা হয়। আজই তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

দুদক জানিয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) মামলার অনুমোদন দিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, মিঠুর মালিকানাধীন লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি কৃষিজমি ক্রয়, জমি লিজ, প্লট, ফ্ল্যাট ও বাড়ি নির্মাণে প্রায় ১৮ কোটি ৪০ লাখ টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া শেয়ার ও বিনিয়োগ, গাড়ি ক্রয়, ব্যাংক হিসাব, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৫৭ কোটি ৪৪ লাখ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকা।

এছাড়া তার নামে পারিবারিক ব্যয় দেখানো হয়েছে আরও ৭১ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ সম্পদ ও ব্যয়সহ মোট ১৪৭ কোটি ৩০ লাখ টাকার হিসাব পাওয়া গেছে, যার মধ্যে বৈধ উৎস শনাক্ত হয়েছে মাত্র ৭১ কোটি ৪৯ লাখ টাকা। বাকি ৭৫ কোটি ৮০ লাখ টাকা বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, যা দুদকের মামলায় অবৈধ সম্পদ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারসে ও মিঠুর নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, তার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো মালামাল সরবরাহ ও উন্নয়নকাজের নামে প্রভাব খাটিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন