বিপিপিএ সরকারি ক্রয় বিধিমালার বিষয়ে সাংবাদিকদের অবহিত করল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম
ছবি-সংগৃহীত
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) প্রস্তাবিত সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫-এর গুরুত্বপূর্ণ দিকগুলো সাংবাদিকদের অবহিত করা হয়েছে । এ উপলক্ষে ১০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সম্মেলন কক্ষে বিপিপিএ এক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালাটির ব্যবস্হাপনা করে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)। গত দুই মাস ধরে বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রস্তাবিত পিপিআর, ২০২৫ নিয়ে যে ধারাবাহিক পরামর্শ সভা চলছে, তারই অংশ হিসেবে এ কর্মশালা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি সচিব মো.কামাল উদ্দিন। বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ কর্মশালায় সভাপতিত্ব করেন।
বিপিপিএ’র পরিচালক শাহ ইয়ামিন-উল ইসলাম সাংবাদিকদের সামনে প্রস্তাবিত পিপিআর, ২০২৫-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করেন। তিনি এর আগে বিপিপিএ আয়োজিত প্রতিটি পরামর্শ সভায়ও এ বিষয়ে উপস্থাপনা তুলে ধরেছেন।
আইএমইডি সচিব বলেন, সাংবাদিকদেরকে চলমান সরকারি ক্রয় সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা প্রস্তাবিত সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর পটভূমি, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।



