কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পিএম
ছবি : সংগৃহীত
কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনের ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তিকে হুমকির মুখে ফেলছে। বাংলাদেশ সরকার কাতারের জনগণ ও সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছে, এ ধরনের অযৌক্তিক হামলা শুধু কাতার নয়, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট মহলকে দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।



