Logo
Logo
×

জাতীয়

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের আলটিমেটাম দিয়েছে জুলাই ঐক্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের আলটিমেটাম দিয়েছে জুলাই ঐক্য

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধ করার দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আলটিমেটাম জানানো হয়।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী অন্তত ৮০টি সংগঠন, শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় জুলাই ঐক্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টি ও ১৪ দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটি অভিযোগ করে, গত ৩ মাসে জাতীয় পার্টি ও ১৪ দলের নেতাকর্মীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িত। এমনকি বিভিন্ন পার্টি অফিসে দেশি অস্ত্র মজুত রাখার অভিযোগও উঠেছে।

জুলাই ঐক্য দাবি করে, আওয়ামী লীগ ও তার সহযোগীদের বিরুদ্ধে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা জারি করা হলেও বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। তারা আরও অভিযোগ করে, জনসমক্ষে অস্ত্র হাতে মিছিল ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে, অথচ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

সংগঠনটি মনে করে, গণতন্ত্র রক্ষায় এবং জাতীয় স্বার্থে এই দলগুলোকে নিষিদ্ধ করা জরুরি। অন্যথায় তা হবে “জুলাই স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা”।

জুলাই ঐক্য স্পষ্ট করে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা আইনগত ও রাজনৈতিকভাবে কঠোর আন্দোলনে যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন