Logo
Logo
×

জাতীয়

সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাত বার্ষিকী পালন

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাত বার্ষিকী পালন

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

মুক্তিযুদ্ধের সময় ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে খাদেমুল বাশার বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনী গঠনে তার অবদান ছিল অনন্য। ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তিনি শহীদ হন। একই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মফিজুল হকও শহীদ হন।

দিবসটি উপলক্ষে বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এছাড়া বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ শহীদদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।

দোয়া মাহফিলে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন