সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাত বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
মুক্তিযুদ্ধের সময় ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে খাদেমুল বাশার বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনী গঠনে তার অবদান ছিল অনন্য। ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তিনি শহীদ হন। একই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মফিজুল হকও শহীদ হন।
দিবসটি উপলক্ষে বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এছাড়া বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ শহীদদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।
দোয়া মাহফিলে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।



