৭ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক মঙ্গলবার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের পর এবার দেশের আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
এর আগে, রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার মধ্যেই রোববার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
এই ধারাবাহিক সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ঐক্য ও অংশগ্রহণ নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছে।



