মালিকানার বর্তমান কাঠামোতে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়: আলী রীয়াজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০২:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
গণমাধ্যমের মালিকানা কাঠামো অপরিবর্তিত থাকলে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (৩১ আগস্ট) রাজধানীর ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “১৬ বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে দেশে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়েছে। এর দায় স্বীকার করা উচিত। মালিকানার যে ধরণ গড়ে উঠেছে, তা অব্যাহত থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। আপনাকে ঠিক করতে হবে—আপনি দোকানদার হবেন, নাকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।”
তিনি আরও বলেন, “স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দিতে হবে। মব ভায়োলেন্স প্রতিরোধেও এটি জরুরি।”
সভায় অধ্যাপক রীয়াজ যোগ করেন, “গণমাধ্যম সংস্কারের দায়িত্ব শুধু সরকারের নয়, সাংবাদিকদের নিজেদের মধ্যেও সংস্কারের জন্য চাপ সৃষ্টি করতে হবে।”
এই আলোচনায় গণমাধ্যমের কাঠামোগত দুর্বলতা, রাজনৈতিক প্রভাব এবং সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হয়, যা ভবিষ্যতের গণতান্ত্রিক চর্চায় গভীর প্রভাব ফেলতে পারে।



