Logo
Logo
×

জাতীয়

নুরুল হকের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ব্যবস্থা নেয়ার আশ্বাস

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০২:৫২ পিএম

নুরুল হকের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ব্যবস্থা নেয়ার আশ্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি নুরকে ফোন করেন এবং ঘটনার বিবরণসহ তার বর্তমান পরিস্থিতি জানতে চান। ফোনালাপে ড. ইউনূস হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

হামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নুরের ওপর হামলাকে গভীর ষড়যন্ত্রের অংশ উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয় পার্টির পুরোনো বেঈমানি ইতিহাস আবারও উন্মোচিত হয়েছে। আইনগত দিক যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে গুরুতর আহত অবস্থায় নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানান, তার মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। বর্তমানে নুর আইসিইউতে চিকিৎসাধীন।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, সিটিস্ক্যান রিপোর্টে মাথার রক্তক্ষরণ ও সামান্য ফোলা ধরা পড়েছে। নাক, চোখ ও মুখে রক্ত জমাট বাঁধা রয়েছে, তবে অন্য কোথাও গুরুতর আঘাত নেই।

নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান বলেন, ‘নুর এখনও শঙ্কামুক্ত নন। মাথার ভেতরে পানি জমাট বাঁধলেও আপাতত অপারেশনের প্রয়োজন নেই। মেডিকেল বোর্ড তার চিকিৎসা পর্যবেক্ষণ করছে।’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, নুর অক্সিজেন সম্বলিত বেডে ভর্তি আছেন এবং গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। নুরের পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন