ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, বর্তমান সময়ে বাংলাদেশে নির্বাচন কমিশন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, তাই সব বাধা ও সংকট মোকাবিলা করে একটি গ্রহণযোগ্য ও সফল নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এখন আর পেছনে ফেরার সুযোগ নেই। যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে শুধু কমিশন নয়—নির্বাচনী কর্মকর্তারাও দায় এড়াতে পারবেন না। প্রয়োজনে জীবন উৎসর্গ করতে হতে পারে, কিন্তু দায়িত্বে ফাঁকি দেওয়া যাবে না।”
আনোয়ারুল ইসলামের এই বক্তব্য নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি একটি কঠোর বার্তা, যেখানে পেশাদারিত্ব, সততা এবং দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।



