Logo
Logo
×

জাতীয়

নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কর্মকর্তাদের পেশাদারিত্বের আহ্বান সিইসির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১১:৫৮ এএম

নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কর্মকর্তাদের পেশাদারিত্বের আহ্বান সিইসির

ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, “যোগাযোগে ব্যাঘাত ঘটলে পুরো নির্বাচনী প্রক্রিয়া ভুল পথে যেতে পারে। তাই আইন ও নৈতিকতার সীমানায় থেকে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “আগে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু এখনকার নির্বাচনগুলোতে নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, যা এখনো পুরোপুরি জানা নেই। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

সিইসি কর্মকর্তাদের নির্বাচনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন।

এ সময় নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, “নির্বাচন সফল হলে যেমন নির্বাচন কমিশনের কৃতিত্ব, তেমনি ব্যর্থ হলে দায়ও নিতে হবে কমিশনকেই। তাই নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে।”

এই বক্তব্যগুলো নির্বাচনকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রযুক্তি-সচেতনভাবে পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন