প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য সময় চাইলেন উপদেষ্টা ফাওজুল কবির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৪১ পিএম
ছবি : সংগৃহীত
বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও দাবিসমূহকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে গঠিত সুপারিশ কমিটির প্রথম সভা শেষে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, “সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তবে হঠাৎ করে তিন দফা বা সাত দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া সম্ভব নয়। আগে সব পক্ষের মতামত শুনে, বাস্তবতা বুঝে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।”
উপদেষ্টা জানান, সমস্যা সমাধানে তিনটি গ্রুপের সঙ্গে আলোচনা করা হবে—আন্দোলনরত শিক্ষার্থীরা, তাদের অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পাশাপাশি প্রকৌশলী নিয়োগদাতা প্রতিষ্ঠান যেমন পিডব্লিউডি, এলজিইডি ও পিডিবি। তিনি বলেন, “শুধু ওয়ার্কিং গ্রুপ নয়, আমরাও সরাসরি বৈঠকে বসব।”
বিশ্ববিদ্যালয় শাটডাউন প্রসঙ্গে তিনি বলেন, “এখন থেকেই শিক্ষার্থীরা ওয়ার্কিং গ্রুপের সঙ্গে বসতে পারেন। আমরা চাই, নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাত ছাড়া এমন একটি সমাধান দিতে, যাতে উভয় পক্ষই লাভবান হয়।”
আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নে ফাওজুল কবির বলেন, “আন্দোলন তো হয়েছে, সরকার বিষয়টি সিরিয়াসলি নিয়েছে। এখন নতুন করে কর্মসূচি দেওয়ার প্রয়োজন নেই। অভিভাবকদের অনুরোধ করব, সন্তানদের বুঝিয়ে শান্ত রাখতে।”
তিনি আরও বলেন, “একটি পক্ষের দাবি মানলে অন্য পক্ষ ক্ষুব্ধ হবে। তাই এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে, যেখানে দুই পক্ষই এক জায়গায় আসতে পারে।”



