Logo
Logo
×

জাতীয়

সিলেট সীমান্তবর্তী এলাকায় বালু পাথর উত্তোলন নিষেধ

Icon

সিলিট প্রতিনিধি :

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৮:৩২ পিএম

সিলেট সীমান্তবর্তী এলাকায় বালু পাথর উত্তোলন নিষেধ

ছবি-সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী এলাকায় প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন এবং মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো: সারওয়ার আলম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, সম্প্রতি সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকায় ক্ষতিকরভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুপ ও গাদা করার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রাকৃতিক ভারসাম্য ও পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের এ আদেশকে সরকারি আদেশ হিসেবে গণ্য করতে বলা হয়েছে।

উল্লেখ্য, সিলেটের সীমান্তবর্তী জাফলং, ভোলাগঞ্জসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে বারবার অভিযোগ উঠলেও এবার প্রশাসনের কঠোর নির্দেশনায় নতুন করে গুরুত্ব এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন